আমি এখন কি করবো?

লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ১৯ এপ্রিল, ২০১৩, ০৪:৫৪:৫০ বিকাল

সাধারন অনেক মানুষকে এখন প্রশ্ন করতে দেখি,আমি এখন কি করবো?আমরা কাদের কথা বিশ্বাস করবো?কাদের আমরা সমর্থন করবো? কোন দলে আমরা যোগ দেব?কোন আলেমদের কথায় আস্থা রাখবো?এমন হাজারো প্রশ্ন এখন আমাকেসহ অনেককে বলতে শুনি।আমি ঐ সকল সাধারন মুসলমান ও নাগরিকদের লক্ষ্যে বলবো-আপনারা সত্য সর্ম্পকে জানুন।ভালো মানুষের সংস্পর্শে আসুন।আপনি সাধারন ভাবে চিন্তা করুন,আমাদের প্রিয় নবী (সঃ)কে যারা অশ্লীল বাষায় গালিগালাজ করতেছে এবং ইসলামের অনেক সুন্নাত নিয়ে আজগুবি গল্প তৈরী করে প্রচার করে আর তাদের সমর্থন যারা করবে আপনি তাদের কি নামে ডাকবেন? আপনি কি একজন মুসলমান হয়ে তাদেরকে কখনো সমর্থন করতে পারেন?শাহবাগে যারা রাত-দিন একাকার করে নারী-পুরুষ একসাথে বেপর্দা ভাবে মেলামেশা এমনকি একসাথে রাত কাটাচ্ছে তাদের যারা সমর্থন করে কথা বলবে আপনি তাদের কি করে সমর্থন করতে পারেন? আপনি একবার চিন্তা করেন আপনার বোন কিংবা স্ত্রীকে কি আপনি এইভাবে ওখানে থাকতে দিবেন? আপনি তো জানেন ওখানে আন্দোলনের নামে আসলে কি হচ্ছে?সত্য এবং ন্যায় সংগত আনন্দ উৎসব ইসলাম সমর্থন করে।তানা হলে ‍মুসলমানদের খুশির ঈদ আমাদের জন্য আসতো না। উৎসবের নামে যারা পহেলা বৈশাখে মূর্তি-দানব নিয়ে বেহল্লোপনা করে আর ঐ সকল লোকদের যে সকল আলেম তাদের কাজ সমর্থন করেন আপনি কি করে তাদের কথায় আস্থা রাখবেন? মনে রাখবেন যুগে যুগে বেশধারী মুসলমান মোনাফেকরা ইসলামের ক্ষতি সাধন করেছে।রাজনীতি এবং ইসলাম একে অন্যের পরিপুরক। রাজনীতিবিদকে আমরা ভোট দিয়ে নেতা তৈরী করি।আপনি একটু ভাবুন ক্ষমতায় গিয়ে একজন ভালো মানুষ যা করবে কিংবা একজন খারাপ মানুষ কি করবে আপনি তা ভালো করে অবগত আছেন।আমরা জানি আমাদের ভোটে নির্বাচিত হয়ে একজন ভালো মানুষ মুসলমানদের জন্য মাদ্রাসা তৈরী করবে,মসজিদ করবে,এতিম,অসহায়,গরীব-দুথিদের অকাতরে সাহায্য করবে।আর একজন খারাপ মানুষ ক্ষমতায় গিয়ে কি করবে আপনি একটু ভাবুন?এখন ইসলামের নামে রাজনীতি করতে পারবেনা যারা বলে তারা আসলে কি চায় আপনি সহজে বুঝতে পারবেন।মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অখন্ড একটি স্বাধীন দেশ হলেও আমরা কি কখনো মুক্ত ছিলাম? আমারা কি কখনো ঐক্যবদ্ধ জাতি হিসেবে একুভুত হতে পেরেছি? আদৌ কখনো হতে পারবো সেটা কি স্বপ্নও দেখতে পাই?কিন্তু ইসলাম সব সময় সাম্য এবং ন্যায় বিচারের শিক্ষা দেয়।এখন আপনি কাদের কথায় আস্থা নিবেন? যারা সুন্নি-ওয়াল জামাত নামে পক্ষান্তরে একটা বিবাদ সৃষ্টি করতে চায়তেছে?যারা নবী করীম (সঃ)কে অপমান করে লেখা প্রকাশ করেছে আর হেফাজতে ইসলাম ঐ সকল নাস্তিতবাদীদের শাস্তির দাবিতে আন্দোলন করছে,এখন পাল্টা হেফাজতে ইসলাম এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আপনি কি তাদের সমর্থন করবেন? তাই এখন সময় এসেছে সত্যকে উপলদ্ধি করার? সত্যকে গবীর ভাবে জানার।যে একটি ভালো কাজ করে আমার কি উচিত তার পতিবন্ধকতা তৈরী করার?তাহলে কি আমি ভালো কাজ করছি নামি আমি দলবাজীর নামে জালিমদের পা চাটছি। এখন আপনি চিন্তা করুন আপনি- আমি কি করবো?

বিষয়: বিবিধ

১৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File